October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > রাজবাড়ী জেলা > মহাসড়কে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

মহাসড়কে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

 

 গোয়ালন্দ-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মল্লিকপাড়া এলাকায় গাছের গুড়ি ফেলে ডাকাতির চেষ্টাকালে মঙ্গলবার ভোরে একজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। তার নাম কাবিল শেখ। সে পাবনার আমিনপুর থানা এলাকার সাগরকান্দি গ্রামের আকছেদ আলীর ছেলে।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, ভোর রাতে মহাসড়কে ডাকাতির চেষ্টা চলছে- এমন খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। সেখানে গিয়ে মহাসড়কের উপর আড়াআড়ি ভাবে একটি গাছ পড়ে থাকতে দেখেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ডাকাত পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে সে ডাকাতির চেষ্টার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এব্যাপারে রাজবাড়ী সদর থানায় ডাকাতির মামলা হয়েছে। আসামি কাবিলকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *