October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > রাজবাড়ী জেলা > হতদরিদ্র বৃদ্ধ নুরুল ইসলামের পাশে টিম রাজবাড়ী

হতদরিদ্র বৃদ্ধ নুরুল ইসলামের পাশে টিম রাজবাড়ী

 হতদরিদ্র বৃদ্ধ নুরুল ইসলামের পাশে দাঁড়িয়েছে টিম রাজবাড়ী ফাউন্ডেশন। তিনি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। তার বাড়ি রাজবাড়ী শহরের মার্কাস মসজিদের কাছে। সংগঠনটির পক্ষ থেকে নুরুল ইসলামকে ঝালমুড়ি বিক্রির প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে দেওয়া হয়েছে।

নুরুল ইসলাম জানান, অনেক দিন ধরে তিনি ঝালমুড়ি বিক্রি করে সংসার চালান। আলগাজ্জালি স্কুল ও হাসপাতালের সামনে তিনি ঝালমুড়ি বিক্রি করতেন। হঠাৎ অসুস্থ হওয়ার পর নিজের চিকিৎসা ও সংসার চালাতে গিয়ে নিস্ব হয়ে যান। তিনজনের সংসার চালানো দায় হয়ে পড়েছিল তার। বিষয়টি  জেনে টিম রাজবাড়ী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ তাকে ঝালমুড়ি বিক্রির প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে দেন।

টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহসান হাবীব জানান, নুরুল ইসলাম ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। হঠাৎ দীর্ঘদিন অসুস্থ থাকায় পুজি শেষ হয়ে যায়। বিভিন্ন দোকান থেকে সাহায্য চাচ্ছিলেন দোকান শুরু করার জন্য। তাদের সংগঠক ফারুক বিষয়টি দেখে দোকানের জন্য অর্থাৎ ঝালমুড়ি বিক্রির জন্য প্রয়োজনীয় মালামাল চায়। তার দোকানের জন্য মুড়ি ৪ কেজি, চানাচুর ১.৫ কেজি, তেল দেড় কেজি, জিরা ১০০ গ্রাম, আদা এক পোয়া, রসুন  এক পোয়া, পিয়াজ হাফ কেজি, মরিচ হাফ কেজি, ধনে পাতা ২০ টাকা, গরমমসলা ৫০ টার্কা, ছোলা ১/২ কেজি, সরিষার তেল হাফ কেজি, মরিচের গুড়া ইত্যাদি কিনে দেওয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *