October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > রাজবাড়ী জেলা > ডিবির অভিযানে বিদেশি মুদ্রাসহ আটক ১

ডিবির অভিযানে বিদেশি মুদ্রাসহ আটক ১

 

 রাজবাড়ীর ডিবি পুলিশ বিদেশি মুদ্রাসহ মোঃ ফাহিম ফয়সাল ৥ জিম নামে একজনকে আটক করেছে। সে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলর চাদগ্রামের আব্দুল মান্নানের ছেলে।

রাজবাড়ীর ডিবি ওসি মোঃ মফিজুল ইসলাম জানান, ডিবির একটি দল অভিযান চালিয়ে এসবি যাত্রীবাহী গাড়ী সুপার ডিলাক্সকে সিগনাল দিয়ে থামিয়ে তল্লাশী করার সময় এক যাত্রী কৌশলে পালানোর চেষ্টাকালে আটক করা হয়। তার কাছ থেকে আমেরিকান  ডলার, সৌদি রিয়াল, মালেশিয়ান রিঙ্গিত, দুবাই দিরহাম, অস্ট্রেলিয়ান ডলার, ইউরো, কুয়েতি দিনার, বাহরাইনি মুদ্রা, সিঙ্গাপুরি ডলার, ব্রæনাই ডলার, কাতারের মুদ্রা, ভারতীয় মুদ্রা রুপি উদ্ধার করা হয়। এব্যাপারে রাজবাড়ী সদর থানার মামলা নং- ১৬, তারিখঃ ১৬/১২/২০২৪ ইং, জিআর নং- ৪৪৭/২৪, ধারাঃ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি এর ১(বি) রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *