October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > রাজবাড়ী জেলা > সুবিধাবঞ্চিত শিশুদের চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী

সুবিধাবঞ্চিত শিশুদের চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী

সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীতে। কর্মজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে সকালে জেলা শিল্পকলা এতাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
উদ্বোধনী অনুষ্ঠানে কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, রাজবাড়ী সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক রুবায়েত মো. ফেরদৌস, মহিলা বিষয়ক অধিধপ্তরের উপ পরিচালক ্আজমীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, সেভ দ্য চিলড্রেনের রাজবাড়ী অঞ্চলের ব্যবস্থাপক সেলিম হোসেন, কর্মজীবী কল্যাণ সংস্থারর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন প্রমুুখ।


এ প্রদর্শনীতে রাজবাড়ী, ফরিদপুর ও ঢাকার সেফ হোমে বসবাসরত শিশুদের নিজের হাতে আঁকা ৬৬ টি চিত্রকর্ম স্থান পেয়েছে। যেখানে শিশুদের জীবনযাপন ও অভিব্যক্তি ফুটে উঠেছে।

প্রধান অতিথি আবু কায়সার খান বলেন “কেকেএস সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে যে কর্মকাÐগুলো পরিচালনা করছে তা প্রশংসার দাবিদার। আজকের অনুষ্ঠানে প্রদর্শিত ছবিগুলোর মাধ্যমে শিশুদের মনের প্রতিচ্ছবিগুলো ফুটে উঠেছে। সমাজের সকলের সহযোগিতা নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে হবে। শিশুদের এমন প্রতিভা প্রকাশের জন্য কেকেএস এবং দি ফ্রিডম ফান্ডকে ধন্যবাদ জানাই।”

বিশেষ অতিথি জি.এম. আবুল কালাম আজাদ বলেন “এ ধরনের উদ্যোগ আরো বেশি বেশি প্রতিষ্ঠিত হওয়া দরকার। এই শিশুদেরকে সামনে এগিয়ে নিয়ে আসার জন্য আমাদের সকলের ভূমিকা থাকা খুব প্রয়োজন।

সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন “ সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কেকেএস সবসময় কাজ করে আসছে। তাদের শিক্ষা ও সমাজের মূল স্্েরাতধারায় নিয়ে আসতে কেকেএস বিভিন্ন প্রজেক্ট এর মাধ্যমে উন্নয়নমূলক কাজ করছে। তারই ধারাবাহিকতায় কেকেএস সেফ হোম প্রতিষ্ঠার মাধ্যমে অবহেলিত শিশুদের উন্নত আধুনিক সমাজে প্রতিষ্ঠিত করা হচ্ছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *