October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > রাজবাড়ী জেলা > ৯২টি হারানো মোবাইল ফোন উদ্ধার

৯২টি হারানো মোবাইল ফোন উদ্ধার

রাজবাড়ী জেলা থেকে বিভিন্ন সময়ে হারানো ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ। সোমবার রাজবাড়ী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ পিপিএম এর সভাপতিত্বে রাজবাড়ী জেলা ৫টি থানার জিডির সূত্র ধরে রাজবাড়ী সদর থানার ২৬টি, গোয়ালন্দ ঘাট থানার ১৪টি, পাংশা মডেল থানা ২৫টি, কালুখালী থানার ১৪টি এবং বালিয়াকান্দি থানার ১৩টি মোট ৯২টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেন।

এ সময় পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম বলেন, রাজবাড়ী জেলা একটি ছোট জেলা এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিত যথেষ্ঠ ভালো। এছাড়াও প্রান্তিক মানুষের মোবাইগুলো উদ্ধার ও সাইবার ক্রাইম খুব দায়িত্ব সহকারে করা হয়। মোবাইল হারানো বা বিকাশের মাধ্যমে টাকা নিয়ে যাওয়া ও একজনের পারসোনাল ছবি পোষ্ট করে তাকে বøাক মেইল করা ভিকটিমের ভিতরে যে মানসিক কষ্ট সেই কষ্টটা দুর করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করি। মোবাইল, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাক করে টাকা নিয়ে যাওয়া ও ফেসবুকে আপত্তিকর ছবি পোষ্ট মুছে ফেলার পর ভিকটিমের মুখের হাসি, সেটি আমাদেরকে অর্থে আরও কাজে অনুপ্রাণিত করে। এ কাজটি আমরা করে যাব। রাজবাড়ী জেলার প্রতিটি থানায় মোবাইল হারানো জিডি, বিকাশ প্রতারনা ও ফেসবুক সংক্রান্তে জিডি হয়। সেই জিডির প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেল এর একটি চৌকস টিম উক্ত মোবাইলগুলো উদ্ধার, বিকাশ প্রতারনা, ফেসবুক হ্যাক সহ অন্যান্য সাইবার অপরাধ সম্পর্কে সর্বদা নজরদারী করে থাকে। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *