ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা শনিবার রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট আট হাজার টাকা জরিমানা করে।
জানা গেছে, যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় রাজবাড়ী পুলিশ লাইনস এলাকার মেসার্স রাফি ফার্মেসীকে তিন হাজার টাকা এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার ও সঠিকভাবে সরবরাহ না করায় দুটি ধারায় মেসার্স মীর ফার্মেসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয়ের সঠিকতা যাচাই করাসহ মূল্য তালিকা প্রদর্শন ও হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিলি করা হয়।