October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > বালিয়াকান্দি উপজেলা > বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত

বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ঘিকমলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত আরিফুজ্জামান আলেক ও রাব্বীকে রাজবাড়ী সদর হাসপাতাল,  আমিরুল ইসলামকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান,  তারা চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে নির্বাচন করেন। শুক্রবার সন্ধ্যার পর রেলপথ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপির পাংশার বাসভবনে নেতাকর্মীদের সাথে নিয়ে যাচ্ছিলেন। ঘিকমলা বাজারে যাওয়ার পর তাদের উপর আর্তকিত হামলা করে প্রতিপক্ষ। এতে উভয়পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বালিয়াকান্দি থানার এসআই রাজিবুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।  অভিযোগ পেয়েছি।  আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *