October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > রাজবাড়ী জেলা > নানা আয়োজনে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

নানা আয়োজনে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

 রাজবাড়ীতে নানা আয়োজনে সোমবার আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রে পতাকা উত্তোলন ও দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক রুবায়েত মো. ফেরদৌস, সনাক সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান, দুদক ফরিদপুর জেলা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ, দুপ্রক রাজবাড়ী কমিটির সহ সভাপতি আজিজা খানম। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুপ্রক রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমান।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা সকলে নিজ নিজ অবস্থানে সঠিক কাজ করতে পারলেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব। দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *