October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > রাজবাড়ী জেলা > রাজবাড়ীতে আট জয়িতাকে সম্মাননা

রাজবাড়ীতে আট জয়িতাকে সম্মাননা

 রাজবাড়ীতে আটজন জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এবছর জেলা পর্যায়ে জয়িতার সম্মাননা পেয়েছেন অর্থনৈতিক সাফল্যে বালিয়াকান্দির স্বপ্না রানী ঘোষ, শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্যে সদর উপজেলার মোছা. রিনা পারভীন, সমাজ উন্নয়নে অবদানে গোয়ালন্দের মঞ্জুয়ারা কাদরী, সফল জননী সদর উপজেলার রহিমা বেগম ও নির্যাতনের বিভীষিকা হতে উত্তরণে পাংশার পারুল আক্তার। রাজবাড়ী সদর উপজেলা পর্যায়ের জয়িতারা হলেন অর্থনৈতিক সাফল্যে মাফিয়া বেগম, সমাজ উন্নয়নে অবদানে রোকেয়া বেগম মিনু ও নির্যাতনের বিভীষিকা হতে উত্তরণে নুরজাহান খাতুন।

সম্মানানা উপলক্ষে ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যেকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুহা শারমিন ফাতেমার সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন, সিভিল সার্জন মোহাম্মদ  ইব্রাহিম টিটন, স্থানীয় সরকার উপ পরিচালক মল্লিকা দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. আবু জাফর প্রমুখ।

বক্তারা বলেন, কন্যা শিশুর জন্য একটি নিরাপদ বিশ্ব গড়তে হলে প্রথমে আমাদের ঘরটাকে নিরাপদ করতে হবে। এখনও আমরা শিশুদের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারিনি। যুগ যুগ ধরে নারীর প্রতি সহিংসতা চলে আসছে। সমাজ ও দেশকে এগিয়ে নিতে হলে নারী ও পুরুষদের কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। একে অপরকে সহযোগীতা ও সম্মানের চোখে দেখতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *