October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > রাজবাড়ী জেলা > পানি নিষ্কাশনের দাবিতে কৃষক সমিতির স্মারকলিপি

পানি নিষ্কাশনের দাবিতে কৃষক সমিতির স্মারকলিপি

 

 ফসলের ক্ষেত থেকে পানি নিষ্কাশনের দাবিতে মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী পৌর শাখা।

সংগঠনের সভাপতি আব্দুল বারেক মোল্লা ও সাধারণ সম্পাদক নাসির শেখ স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাজবাড়ী পৌর এলাকার মধ্যে ভবানীপুর, সজ্জনকান্দার ব্যাংকপাড়াসহ বিভিন্ন স্থানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসলের ক্ষেত রয়েছে। যেখানে অল্প বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার  সৃষ্টি হয়। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রæত এসব জায়গা থেকে পানি নিষ্কাশনের দাবি জানানো হয় স্মারকলিপিতে।

রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেওয়ার ্আশ^াস দেন।

এসময় জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি  জ্যোতি শংকর ঝন্টু,  কেন্দ্রীয় সদস্য শেখ মনিরুজ্জামান ছালাম, সংগঠনের রাজবাড়ী জেলা শাখার সহ সভাপতি নায়েব আলী, গোলাম মোস্তফা  প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *