October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > বালিয়াকান্দি উপজেলা > বালিয়াকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত কৃষক

বালিয়াকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত কৃষক

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় রজব প্রামাণিক নামে এক কৃষক নিহত হয়েছে। গত সোমবার উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা বাজারের কাছে এ দুঘর্টনা ঘটে। কৃষক রজব প্রামাণিক বালিয়াকান্দি উপজেলা সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের জাকের প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রজব প্রামাণিক তার ছেলের সুন্নাতে খতনার অনুষ্ঠানের বাজার করতে ভ্যানযোগে নারুয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় গাড়াকোলা বাজারের কাছে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন রজব প্রামাণিক। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, ভ্যানে মোটরসাইকেলের ধাক্কায় রজব প্রামাণিকের মৃত্যু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *