October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > গোয়ালন্দ উপজেলা > গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত 

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত 

ঢকা খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার  দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারীর সামনে বাসের ধাক্কায় সিজান শেখ (১৬) নামের এক মাহেন্দ্র যাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুর বারোটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিজান শেখ (১৬)  উপজেলার উজানচর ইউনিয়নের জানুকি রায়ের পাড়া সৌদি প্রবাসী মফিজ শেখ এর ছেলে। জানা যায়, চার পাচ মাস পূর্বে তার মা মারা যাওয়ায় সে তার দাদির কাছে থাকে।

তার সাথে থাকা দাদি হাফসা খাতুন বলেন, সকালে তার পেট ব্যাথা থাকায় তাকে নিয়ে তিনি দৌলতদিয়া ঘাটে আসেন তার দাদাকে খাবার দিতে এবং ঔষধ নিতে। থ্রি-হুইলার (মাহিন্দ্র) যোগে দৌলতদিয়া ঘাট থেকে ফেরার পথে দুপুর বারোটায় দিকে ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়া এলাকায় বাংলাদেশ হ্যাচারীর সামনে আসলে কুষ্টিয়া মেহেরপুর থেকে ছেড়ে আসা জেআর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে সে মাহিন্দ্র থেকে পরে যায় পরে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডাঃ একেএম ওয়াহিদুল মুক্তাদির বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার  মৃত হয়েছে। মাথায় প্রচন্ড আঘাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

বাসের আরিফ নামে এক যাত্রী বলেন প্রচন্ড জোরে বাসের পিছনের চাকা বাস্ট হয়ে যায় এসময় চালক অনেক কষ্টে নিয়ন্ত্রণ করেন। বাসের নিয়ন্ত্রণ করতে গিয়ে মাহিন্দ্র কে ধাক্কা দিলে ঐ যাত্রী মাহিন্দ্র থেকে পরে যায়।

আহলাদি পুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান , বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *