October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > পাংশা উপজেলা > পাংশায়  এলজিইডির নারী কর্মীদের সঞ্চয়ের চেক ও সনদ বিতরণ 

পাংশায়  এলজিইডির নারী কর্মীদের সঞ্চয়ের চেক ও সনদ বিতরণ 

রাজবাড়ীর পাংশায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ (আরইআরএমপি) প্রকল্পে কাজের পাশাপাশি নিজেদের সঞ্চিত অর্থের চেক পেয়েছেন ১০০ জন নারী কর্মী। একইসাথে কাজের স্বীকৃতি স্বরুপ সনদপত্রও পেয়েছেন তারা। বৃহস্পতিবার সকালে এলজিইডি পাংশা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন আরইআরএমপি-০৩ শীর্ষক প্রকল্পের আওতাধীন নারী কর্মীদের মাঝে সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

এলজিইডি পাংশা উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। প্রতিজনকে ১লক্ষ ১৯ হাজার টাকার চেক প্রদান করা হয়। দীর্ঘ ৪বছর এ অর্থ সঞ্চয় করেছিলেন এসব নারী কর্মীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *