October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > বালিয়াকান্দি উপজেলা > বালিয়াকান্দিতে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা পদে ফারুক হোসেনের যোগদান 

বালিয়াকান্দিতে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা পদে ফারুক হোসেনের যোগদান 

 

বালিয়াকান্দিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ডা. মো: ফারুক হোসেন যোগদান করেছেন।

ডা. মো: ফারুক হোসেন বলেন, স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা হিসেবে গত ৩০ জুন বালিয়াকান্দিতে যোগদান করেছি। চেষ্টা থাকবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে বালিয়াকান্দিবাসীর কাংখিত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে।

ডা. মো: ফারুক হোসেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিসএস পাস করে ৩৩ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে মেডিকেল অফিসার হিসেবে ৭ আগষ্ট, ২০১৪ তারিখে স্বাস্থ্য সেবায় নিয়োজিত হন।  এর আগে তিনি ফরিদপুর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে রেসিডেন্ট ফিজিশিয়ান পদে কর্মরত ছিলেন। গত ২৫ জুন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো: হারুন অর রশিদ এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বালিয়াকান্দিতে পদায়ন করা হয় এবং বালিয়াকান্দি স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিনকে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়। গত রোববার (৩০ জুন) বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব অর্পন করেন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *