রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আট গ্রাম হেরোইনসহ আটক হয়েছে মাদক কারবারি লুৎফর।
রাজবাড়ী ডিবি সূত্র জানায়, বুধবার রাতে রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মোঃ মোতালেব হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর থেকে হেরোইন বিক্রয় কালে মাদক কারবারি লুৎফর মন্ডল (৪০) কে ৮০ পুরিয়া হেরোইন সহ আটক করেন। উদ্ধারকৃত হেরোইন এর ওজন ওজন ৮ গ্রাম। তার বাড়ি একই গ্রামে।
এ বিষয়ে রাজবাড়ী বালিয়াকান্দি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।