October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > রাজবাড়ী জেলা > মাদক ও যৌন হয়রানীর বিরুদ্ধে মানববন্ধন

মাদক ও যৌন হয়রানীর বিরুদ্ধে মানববন্ধন

রাজবাড়ী সদর উপজেলার আলীপুরে মাদক ও যৌন হয়রানীর বিরুদ্ধে বুধবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকাবাসীর আয়োজনে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের পাশে আয়োজিত মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী, স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এক ঘণ্টা কালব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তৃতা করেন আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ মিলন, কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুআরা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, আলীপুরসহ কল্যাণপুরের একটি মহল মাদকের ব্যবসা, মাদক সেবন, যৌন হয়রানীসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। বাড়িতে বাড়িতে তারা নির্বিঘেœ মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। যুবসমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবি বেড়ে যাওয়ায় চুরি, ছিনতাই দিন দিন বাড়ছে। বক্তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

পরে এলাকার সহ¯্রাধিক মানুষের স্বাক্ষরসহ একটি আবেদনপত্র জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে জমা দেন তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *