October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > রাজবাড়ী জেলা > রাজবাড়ীতে ৪ টন নিষিদ্ধ পলিথিনসহ গ্রেপ্তার ২

রাজবাড়ীতে ৪ টন নিষিদ্ধ পলিথিনসহ গ্রেপ্তার ২

রাজবাড়ী শহরের পুলিশ লাইনের সামনে থেকে সোয়া চার টন নিষিদ্ধ পলিথিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। তারা হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের নুরুল ইসলাম মুন্সীর ছেলে বেলাল হোসেন ও পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের জয়নাল শিকদারের ছেলে খায়রুল ইসলাম। বুধবার দুপুরে রাজবাড়ী সদর থানা চত্ত¡রে এক প্রেস বিফিংয়ে এসব তথ্য জানান সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যার দিকে পুলিশ লাইন এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানে তল্লাশী করা হচ্ছিল। ওই সময় একটি ট্রাক তল্লাশীকালে ট্রাকের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অসংলগ্ন কথাবার্তা বলে। পরে ট্রাকের ভেতর থাকা সোয়া চার টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

ওসি জানান, যেসব পলিথিন জব্দ করা হয়েছে তা বর্র্তমান পরিবেশ আইনে নিষিদ্ধ। এছাড়া তারা এর কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এর মালিক কে তাও তারা বলতে পারেনি। এব্যাপারে মামলা দায়েরের পর আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *