October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > পাংশা উপজেলা > পাংশায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬ \ মাদক উদ্ধার

পাংশায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬ \ মাদক উদ্ধার

 রাজবাড়ীর পাংশা থানার পুলিশ রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক তিনটি অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। এসময় ইয়াবা, গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পাংশা থানা সূত্র জানায়, পাংশার গুধিবাড়ি এলাকা থেকে ৪৯ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ সাগর কাজী ও আরজু মন্ডল নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বাড়ি পাংশা উপজেলার বিভিন্ন গ্রামে।

একই দিন রাত ১২ টার দিকে উপজেলার ধোপাকেল্লা থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো একই গ্রামের দবির উদ্দিন মোল্লা ওরফে সাধু, ফারুক হোসেন এবং বাঁশগ্রামের চুন্নু মিয়া। এদের মধ্যে দবির মাদক মামলার আসামি।

এছাড়া উপজেলা শহর থেকে একটি মামলায় দন্ডপ্রাপ্ত আসামি ইমারত হোসেনকে গ্রেপ্তার করা হয়। সে পাংশা উপজেলার চরঝিকড়ি গ্রামের ইয়াদ আলী সরদারের ছেলে।

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মাদক উদ্ধারের ঘটনায় পাংশা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিদের সোমবার রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *