রাজবাড়ী সদর উপজেলার রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বিকেলে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠতা মো. নজরুল ইসলাম জানান, প্রথম পর্যায়ে চারজন শিক্ষার্থীর মাঝে বাইতসাইকেল বিতরণ করা হয়েছে। বাড়ি থেকে স্কুলের দূরত্ব যাদের বেশি বা যারা মেধাবী তাদের বাছাই করে সাইকেল চারটি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও কয়েকজনকে দেওয়া হবে।
সাইকেল বিতরণকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীবসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।