October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > রাজবাড়ী জেলা > মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের ১০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের ১০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

 রাজবাড়ী মীর মশাররফ  হোসেন স্মৃতি সংসদের ১০ বছর পূর্তি উপলক্ষে সোমবার রাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কবি সালাম তাসিরের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসীম কুমার পাল, রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আউয়াল আনোয়ার, রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা আহসান হাবীব, সভাপতি কমল কান্তি সরকার, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সহ-সভাপতি সহকারি অধ্যাপক শ.ম রশিদ আল কামাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সহ- সভাপতি লুৎফর রহমান লাবু, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিশ্বভরা প্রাণ রাজবাড়ী জেলা শাখার সভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক আঞ্জুমান আরা বেগম ও  রফিকুল ইসলাম, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ বাসার আকাশ,  অর্থ সম্পাদক নাট্যকার অজয় দাস তালুকদার, সহ-অর্থ সম্পাদক কবি সাহেদ মুশতার, নির্বাহী সদস্য নুরুন্নবী রাসেল ও হাফিজুর রহমান, কবি সূজয় কুমার পাল, গোলাম মোর্তজা সাগর, কবি খোকন মাহমুদ, দোলনচাপা সংগীতাঙ্গনের শ্যামা রানী দে ও  মামুন খান সংগীত একাডেমির মামুন খান, ফারুক আহমেদ,  কবি বাবলু মওলা, কবি সরদার জাহাঙ্গীর আলম বাবলু, রেনু নাট্যগোষ্ঠির নাট্যকার শ্রাবণ চক্রবর্তী দিপু, কবি পারভীন হক, শিক্ষক নিরানন্দ সরকার ও মো ইকবাল হোসেন, কবি সিকান্দার জহির, কবি আলাওল হক খোকন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও কবিতা আবৃত্তি করেন শিল্পীরা। পরে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *