‘রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’ প্যানেলের ভোট বর্জন
শিক্ষা
প্রতিনিধি 2025-10-15
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত ‘রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’ প্যানেল ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। অনিয়ম, নির্বাচন কমিশনের দায়িত্বে ব্যর্থতা এবং প্রহসনমূলক নির্বাচনের অভিযোগ এনে এ ঘোষণা দেয়া হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, বিবিএ ফ্যাকাল্টির ৩৩৫ নম্বর কক্ষে জাল ভোট, ২২৩ নম্বর কক্ষে স্বাক্ষরবিহীন ৮০টিরও বেশি ব্যালট পেপার বিতরণ, আইটি ভবনে সাক্ষর ছাড়া ব্যালট দেওয়া, অমোচনীয় কালি মুছে যাওয়া, কাটাপাহাড় রোডে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেলের এক প্রার্থীর ফ্রেম বসানো, যান চলাচল বন্ধ থাকা, ভোটকেন্দ্রে লিফলেট ও স্লিপ বিতরণ, সাংবাদিকদের প্রবেশে বাধা, পর্যাপ্ত মনিটরিং না থাকা, আইটি ফ্যাকাল্টির ২১৪ নম্বর রুমে স্বাক্ষরবিহীন ব্যালট, বিবিএ ফ্যাকাল্টির ৩৩৬ নম্বর রুমে ব্যালট ভাঁজ করে রাখা, সায়েন্স ফ্যাকাল্টির ৪১৩ নম্বর রুমে তিন ঘণ্টা ধরে প্রার্থীর অবস্থান ও স্লিপ বিতরণ, এবং ৩৩৫ নম্বর রুমে ভোটার তালিকায় স্বাক্ষর না নেওয়ার মতো অনিয়ম ঘটেছে।
ভিপি প্রার্থী কেফায়েত উল্লাহ বলেন, অনিয়ম ও অসুষ্ঠু ব্যবস্থাপনার ভিত্তিতে আমরা ‘রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’ প্যানেল চাকসু নির্বাচন ২০২৫ বয়কট করছি। সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, নির্বাচন কমিশনসহ দায়িত্বশীল সবার ওপর অনাস্থা জানিয়ে আমরা তাদের পদত্যাগ দাবি করছি। একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্ত ও পুনরায় সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি।
বাংলাদেশ জার্নাল/এমপি