October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > রাজবাড়ী জেলা > শহীদ মতিউলের কবরে ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

শহীদ মতিউলের কবরে ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে শহীদ মতিউলের কবরে সোমবার সকালে পুষ্পমাল্য অর্পণ করেছে রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

এসময় এক সমাবেশও অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওছার আহমেদ রিপন, সহ সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অর্নিকা দিশা, কোষাধ্যক্ষ সোহানুর রহমান, শহর শাখার সহ সভাপতি মনিকা মন্ডল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহির খান প্রমুখ। সঞ্চালনা করেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

বক্তারা বলেন, যে স্বপ্নের প্রদীপ জ্বালিয়েছিল আমাদের পূর্বপুরুষেরা সেই স্বপ্ন নিয়ে এখনো আমরা রাজপথে আছি। আগামীতে শিক্ষা আন্দোলনে ছাত্র ইউনিয়ন তার সর্বোচ্চ ভূমিকা পালন করবে।

প্রসঙ্গত, ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ১৯৭৩ সালের ১ জানুয়ারি রাজধানী ঢাকায় মিছিল বের করে ছাত্র ইউনিয়ন। মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারান তৎকালীন ছাত্র ইউনিয়ন নেতা ঢাকা বিশ^বিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র মতিউল ইসলাম এবং মীর্জা কাদের। তারপর থেকে ছাত্র ইউনিয়ন দিনটিকে সা¤্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।

মতিউলের গ্রামের বাড়ি পাংশা উপজেলার হাবাসপুরে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *