October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > সর্বশেষ > টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল নারীসহ ৩ জনের

টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল নারীসহ ৩ জনের

টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল নারীসহ ৩ জনের

প্রতিনিধি

2025-10-15

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১২ জন। হতাহতরা সবাই বাসযাত্রী।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রডভর্তি অন্য একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন।

এ সময় আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। এসময় কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত বলে ঘোষণা করেন।

বাসাইল থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, নিহত ওই তিন বাস যাত্রীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

বাংলাদেশ জার্নাল/এমপি

© Bangladesh Journal

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *