October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > সর্বশেষ > ঐকমত্য কমিশনের ‘অতি জরুরি’ বৈঠক সন্ধ্যায়

ঐকমত্য কমিশনের ‘অতি জরুরি’ বৈঠক সন্ধ্যায়

ঐকমত্য কমিশনের ‘অতি জরুরি’ বৈঠক সন্ধ্যায়

জুলাই সনদ স্বাক্ষরের দুই দিন আগে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে জরুরি বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ৬টায় ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক ডাকা হয়েছে।

জার্নাল ডেস্ক

2025-10-15

জুলাই সনদ স্বাক্ষরের দুই দিন আগে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে জরুরি বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ৬টায় ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক ডাকা হয়েছে।

কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠকে মিলিত হবে। বৈঠক অংশগ্রহণের জন্য প্রত্যেক দল ও জোটের কাছ থেকে একজন করে প্রতিনিধির নাম চেয়েছে কমিশন। তবে বৈঠকের বিষয়বস্তু চিঠিতে জানানো হয়নি।

বুধবার (১৫ অক্টোবর) বৈঠকের চিঠি পাওয়ার কথা জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান দুপরে গণমাধ্যমকে বলেন, আমরা জরুরি বৈঠকের চিঠি পেয়েছি।

আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তার আগে মঙ্গলবার সন্ধ্যায় কমিশনের তরফে ৩২টি রাজনৈতিক দল ও একটি জোটের কাছে চূড়ান্ত জুলাই জাতীয় সনদ পাঠানো হয়েছে। এসব দল ও জোটের পূর্ণ ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের ১৭টি বিষয়ে ৮৪ দফার জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বাকি ৬৭টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কেউ কেউ বিরোধিতা করেছে; দিয়েছে নোট অব ডিসেন্ট।

জুলাই সনদে রাষ্ট্রীয় সংস্কারের যে ৮৪ দফা, তার মধ্যে ৪৭টি বিষয়কে ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’ এবং বাকি ৩৭টি বিষয়কে ‘আইন/অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার’ হিসাবে চিহ্নিত করেছে ঐকমত্য কমিশন।

জুলাই সনদের পটভূমি ব্যাখ্যা করে সংস্কারযজ্ঞ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম তুলে ধরার পর সংস্কারের ৮৪ দফা তুলে ধরা হয়েছে ৪০ পৃষ্ঠার সনদে। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর কী অঙ্গীকার করছে, তা উল্লেখ করার পর রাখা হয়েছে স্বাক্ষরের জায়গা।

বাংলাদেশ জার্নাল/সিএম

© Bangladesh Journal

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *