October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > সর্বশেষ > এখন চট্টগ্রামে ‘মাইক্লো বাংলাদেশ’

এখন চট্টগ্রামে ‘মাইক্লো বাংলাদেশ’

এখন চট্টগ্রামে ‘মাইক্লো বাংলাদেশ’

চট্টগ্রামে মাইক্লোর নতুন শোরুম উদ্বোধন করলেন তাহসান খান ও তাসনিয়া ফারিণ। জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত তৈরি পোশাকের ব্র্যান্ড ‘মাইক্লো’।

প্রতিবেদক

2025-02-17

চট্টগ্রামে মাইক্লোর নতুন শোরুম উদ্বোধন করলেন তাহসান খান ও তাসনিয়া ফারিণ। জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত তৈরি পোশাকের ব্র্যান্ড ‘মাইক্লো’। গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত ও পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘মাইক্লো বাংলাদেশ’।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বন্দর নগরী চট্টগ্রামের পশ্চিম নাসিরাবাদের সানমার ওশান সিটিতে মাইক্লো বাংলাদেশের ১৫তম আউটলেট উদ্বোধন করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডটি মাত্র এক বছরে ১৩টি শোরুম চালু করে নতুন মাইলফলক অর্জন করেছে।

এ প্রসঙ্গে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বলেন, ‘মাইক্লো’ বাংলাদেশের বাজারের জন্য রুচিশীল ও মানসম্মত পোশাক তৈরি করছে। এই ধারাবাহিকতা রক্ষায় তারা প্রতিশ্রুতি বদ্ধ। ভবিষ্যতেও তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।’ 

অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, ‘মাইক্লোর তৈরি পোশাক মানসম্মত ও বেশ সাশ্রয়ী। আশা করি, তাঁরা ভবিষ্যতেও কোয়ালিটির সাথে আপোষ করবে না। মাইক্লোর জন্য সবসময় শুভ কামনা।’

উল্লেখ্য, উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য সপ্তাহব্যাপী আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি রয়েছে সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়। শিগগিরই আরও কিছু শাখা চালুর মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার প্রতিশ্রুতিবদ্ধ মাইক্লো বাংলাদেশ।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *