October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > কৃষি ও প্রকৃতি > লাউ গাছের সাথে শক্রতা

লাউ গাছের সাথে শক্রতা

কুয়াকাটায় রাতের আঁধারে কৃষক আবু ছালেহ মৃধার ফলন্ত লাউ গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে ট্যুরিস্ট পুলিশ অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

কৃষক আবুছালে জানান, তিনি ১ একর ২০ শতক জমিতে ৩৮০টি লাউসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। প্রতিটি গাছে লাউ ধরেছে। রবিবার রাতে কে বা কারা ফলন্ত লাউ, চাম্বল, রেইনট্রিসহ বিভিন্ন ধরনের গাছ কেটে ফেলেছে। তবে এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

মহিপুর থানার ওসি মো.তরিকুল ইসলাম জানান, এ খবর শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *