October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > শিক্ষাঙ্গন > রুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৪ জানুয়ারি

রুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৪ জানুয়ারি

তিনটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত ‘প্রকৌশল গুচ্ছ’ থেকে আগেই দুটি বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেছে। চট্টগ্রাম এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট ও কুয়েট) ভর্তি আবেদন শেষ দিকে। এবার প্রকৌশল গুচ্ছে শেষ পেরেক ঠুকলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

সোমবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। একই সঙ্গে আবেদন শুরুর দিনক্ষণও জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদসমূহে বিভিন্ন বিভাগে স্নাতক শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন বলে উল্লেখ করা হয়।

অনলাইনে আবেদন শুরু ৪ জানুয়ারি
প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী—আগামী ৪ জানুয়ারি থেকে সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ১৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে আবেদন করা প্রার্থীরা ১৫ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ পাবেন।

প্রাক-নির্বাচনী পরীক্ষা ৮ ফেব্রুয়ারি
প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করা হতে পারে ২৪ জানুয়ারি। ২৫ জানুয়ারি থেকে প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে। এরপর ৮ ফেব্রুয়ারি প্রাক-নির্বাচনীর এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার শিফট ও বিস্তারিত সময়সূচি পরে জানাবে কর্তৃপক্ষ।

নির্বাচনী পরীক্ষা ২০ ফেব্রুয়ারি
প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের পর নির্বাচনী পরীক্ষা (লিখিত) অনুষ্ঠিত হবে। নির্বাচনী পরীক্ষার জন্য পৃথক প্রবেশপত্র দেওয়া হবে। এ প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ১৬ ফেব্রুয়ারি।

আগামী বছরের ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে নির্বাচনী বা চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ মার্চ ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *