October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > রাজবাড়ী জেলা > মেধাবীরা পেল বাইসাইকেল উপহার

মেধাবীরা পেল বাইসাইকেল উপহার

 রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের চারজন মেধাবী শিক্ষার্থীকে বাই সাইকেল উপহার দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরে অবস্থিত রাবেয়া-কাদের ফাউন্ডেশনের উদ্যোগে এ উপহার দেওয়া হয়।

উপহারপ্রাপ্তরা হলো স্মরণ ভৌমিক, রুবাইয়া জেরিন, প্রীতি আক্তার ও আফিয়া খাতুন। তারা রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারে সঙ্গীত, চিত্রাঙ্কন বিভাগের শিক্ষার্থী। বাইসাইকেল পেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী স্মরণ ভৌমিক জানায়, আমি রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করি। এই সাইকেল নিয়ে এখন আমি সহজেই স্কুলে যেতে পারবো। কোচিংয়ে যেতে পারবো। নিয়মিত পাঠাগারে গান, কবিতা ও চিত্রাঙ্কনের ক্লাসে আসতে পারবো। আমি খুবই খুশি হয়েছি।

বাইসাইকেল উপহার উপলক্ষে এক আলোচনা সভায় বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ্বাস,  রাবেয়া কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সোবহান, রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের সভাপতি শাহজাহান মিয়া, চিত্রশিল্পী গোলাম আলী, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, কবি নেহাল আহমেদ, রেজাউল করিম আরজু প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাবেয়া-কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম জানান, ২০২০ সালে রাবেয়া কাদের স্মৃতি পাঠাগার  প্রতিষ্ঠিত করা হয়। পাঠাগারে  শিক্ষার্থীদের বিনামূল্যে সংগীত, কবিতা ও চিত্রাঙ্কন শেখানো হচ্ছে। এই প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থী আছে তাদের অনেকেই আর্থিকভাবে সচ্ছল না। শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ালেখা করে। তারা যেন পড়ালেখা থেকে ঝরে না পড়ে সেজন্য চারজন মেধাবী শিক্ষার্থীকে  বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। এরা সবাই এই পাঠাগারের শিক্ষার্থী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *