রাজবাড়ীর ডিবি পুলিশ চারশ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে রাজবাড়ী সদর উপজেলার শাইলকাঠি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন একই গ্রামের মৃত গনি শেখের ছেলে মোঃ আশিকুজ্জামান স্বপন (৫০), ফরিদপুর জেলার কৃষ্ণনগর গ্রামের আমির আলী মন্ডলের ছেলে ইকবাল মন্ডল (৩৮) ও রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামের হানিফ হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩৬)।
রাজবাড়ী ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে আশিকুজ্জামান স্বপন (৫০) এর বসত বাড়ী থেকে চারশত পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।