October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > রাজবাড়ী জেলা > রাজবাড়ীতে দুুই দিনব্যাপী তথ্যমেলা শুরু

রাজবাড়ীতে দুুই দিনব্যাপী তথ্যমেলা শুরু

 ‘তথ্যই শক্তি জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ ¯েøাগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী আজাদী ময়দানে দুদিন ব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। সকালে রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষে এক আলোচনা সভায় সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। স্বাগত বক্তব্য দেন তথ্য মেলা বাস্তবায়ন কমিটির আহŸায়ক সাংবাদিক সৌমিত্র শীল চন্দন। অন্যদের মাঝে বক্তৃতা করেন টিআইবির ক্লাস্টার কো অর্ডিনেটর মাহান উল হক নোবেল।

বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ থাকলে দেশ থেকে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। এজন্য সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে জানতে হবে। জনগণ যত বেশি সচেতন হবে ততই অনিয়ম দুর্নীতি কমবে।

দুদিন ব্যাপী তথ্যমেলায় রাজবাড়ীর ২৯টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান স্টল স্থাপন করেছে। রাজবাড়ী সনাকের পক্ষ থেকে তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে তথ্য অধিকার আইনের ফরম পূরণ ও প্রাপ্তিতে সহযোগিতা করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *