রাজবাড়ী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সভায় বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম হোসেন টিটন প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই দেশ আমাদের। দেশকে ভালোবাসতে হবে। দেশকে কীভাবে গড়ে তোলা যায় সেই ভাবনা সকলকে ভাবতে হবে। জেলা থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক ব্যবসায়ী যারা আছে তাদের আইনের আওতায় আনতে হবে। সবার প্রচেষ্টগা থাকলে একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে উঠবেই।
সভায় জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রধানগণ এবং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সন্ত্রাস ও নাশকত প্রতিরোধ কমিটির সভা, বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সভাসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়।