October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > রাজবাড়ী জেলা > রাজবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রাজবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

 

রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মূলঘর ইউপি চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বাঘিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই গ্রামের বাসিন্দা।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, চলতি বছরের ১৮ জুলাই তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী শহরে মিছিল বের করে। মিছিলটি শহরের বড়পুল এলাকায় পৌঁছালে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাজীব মোল্লা বাদী হয়ে ৩০ আগস্ট তারিখে ১৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনশ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। ওই মামলায় মো. ওয়াহিদুজ্জামান এজাহারভুক্ত ১৩৩ নং আসামি।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, এজাহারভুক্ত আসামি হিসেবে মো. ওয়াহিদ্জ্জুামানকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *