October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > রাজবাড়ী জেলা > ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মানববন্ধন

ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মানববন্ধন

 নষ্ট পেঁয়াজ বিতরণের প্রতিবাদে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বুধবার সকালে মানববন্ধন করেছে জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখা। পরে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও দেয়।

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের জেলা সভাপতি ছলেমান আলী মোল্লা দুলুর সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, বাংলাদেশ কৃষক সমিতির নেতা আব্দুস ছামাদ মিয়া, গোলাম কাদের, নজরুল ইসলাম জোয়ার্দার, নায়েব আলী মোল্লা, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক বিক্রম দত্ত, অ্যড. আরব আলী, পৌর শাখার সভাপতি আব্দুল বারেক মোল্লা, সেলিম আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার।

বক্তারা বলেন, বিএডিসি জেলার চার হাজার কৃষককে পেঁয়াজ বীজ দিয়েছিল তা ছিল নষ্ট। যেকারণে কৃষকরা ক্ষতির মুখে পড়েছে। শারীরিক পরিশ্রমের পাশাপাশি তাদের আর্থিক ক্ষতিও হয়েছে। তাদেরকে সেই ক্ষতিপূরণ দিতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *