October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > রাজবাড়ী জেলা > রাজবাড়ীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

রাজবাড়ীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

রাজবাড়ী ক্যান্সার সোসাইটির উদ্যোগে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় শুক্রবার রাজবাড়ীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী অংকুর স্কুল এন্ড কলেজে সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মসূচি চলাকালে রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাধারণ মানুষ রক্তদান করেন।
রাজবাড়ী ক্যান্সার সোসাইটির সভাপতি অড. দেবাহুতি চক্রবর্তী জানান, এক ব্যাগ রক্ত একজন মৃত্যু পথযাত্রী মানুষকে নতুন জীবন দিতে পারে। যেহেতু তাদের রক্ত সংরক্ষণ করার ব্যবস্থা নেই, একারণে তারা রেড ক্রিসেন্টের সহযোগিতা নিয়েছেন। রেড ক্রিসেন্ট সোসাইটি দান করা রক্ত সংরক্ষণ করবে। যারা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন তাদের একটি ডোনার কার্ড দেওয়া হবে। ডোনার কার্ড দেখিয়ে তার প্রয়োজনে বিনা সার্ভিসে রক্ত পেতে পারেন। এছাড়া যারা রক্তদান করেছেন তাদের হেপাটাইটিস বি, হিপাটাইটিস সি সহ পাঁচটি পরীক্ষা করা হয়েছে। যাদের কোনো সমস্যা থাকলে ডাক্তারী পরামর্শও দেওয়া হয়েছে। এধরনের মানবিক কাজ তারা অব্যাহত রাখতে চান বলে জানান তিনি।
দিনভর রক্তদান কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন রাজবাড়ী ক্যান্সার সোসাইটির সাধারণ সম্পাদক মুনীরুল হক মুনীর, যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্ত কর্মসূচির পরিচালক এনায়েতুল্লাহ একরাম পলাশ প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *