October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > বালিয়াকান্দি উপজেলা > বালিয়াকান্দিতে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম

বালিয়াকান্দিতে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম

রাজবাড়ী জেলা সদরের বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিষয়ে-পূর্বশত্রুতার জেরে সাত জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

আহতরা হলেন, নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী মেহেরুন নেসা,মোহাম্মদ আলীর মেয়ে মনোয়ারা, ছেলে ওমর আলী, ওমর আলীর স্ত্রী রহিমা বেগম ও দুই মেয়ে ঐশি ও শশী, আরেক ছেলে প্রবাসী  ইমদাদুল হকের স্ত্রী আছিয়া বেগম, প্রবাসি আব্দুর রহিম মিয়ার স্ত্রী লতাশা বেগম সহ সাত জনকে হাতুরী, বটি, লোহার রড, বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্বক জখম করা হয়। আহতরা রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা গ্রহন করছে।

জানা গেছে, কিছুদিন আগে লোহার রড ও ধারালো ছুরি দিয়ে তিন জনকে জখম করার পর তারা হাসপাতালে চিকিৎসা নেয়। সেসময় রাজবাড়ী কোর্টে  চুরি ও ভাংচুর,মামলা,শিশু হত্যার হুমকি, দুটি মারপিট ও কুপিয়ে জখমের মামলা করে ভুক্তভগী পরিবারটি। থানায় দুইবার অভিযোগ করা করা হয়। গত রাতে ওমর আলীদের বাড়িতে ঢিল মারতে থাকলে বালিয়াকান্দি থানায় জানানো হলে মধ্য রাত ১ টার দিকে পুলিশ আসে। ভুক্ত ভোগী পরিবারের অভিযোগ শোনেন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ওমর আলী সহ তার পরিবারের সাতজনকে হাতুরী,লোহার রড,বাঁশের লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। বর্তমানে আহত চারজন  রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রয়েছে।বাকি তিনজনকে চিকিৎসা সেবা

রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নুরুল আজম জানান,মারপিটে জখম চারজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।বাকি তিনজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো.  জামাল উদ্দিন জানান,  রাতে ভুক্তভোগীদের ফোনে পুলিশ গীয়েচছে।আজও  মারপিটের ঘটনায় সকালে সেখানে পুলিশ গিয়েছে। আহতের পক্ষ থেকে থানায় মামলা করলে মামলা নেওয়া হবে ও আইনগত ব্যবস্থা  নেওয়ার কথা জানান।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *