চট্টগ্রাম জেলা বার ও হাইকোর্ট বার এসোসিয়েশনের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে বুধবার রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজবাড়ী জেলা ইউনিটের উদ্যোগে রাজবাড়ী আদালত চত্ত¡রে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হত্যার জন্য তারা ইস্কনকে দায়ী করেন।
মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বিএনপির আহŸায়ক অ্যড. লিয়াকত আলী, সদস্য সচিব অ্যড. কামরুল আলম, রাজবাড়ী জেলা বার এর পিপি অ্যড. আব্দুর রাজ্জাক, অ্যড. এএন সাইদুল ইসলাম, আব্দুল হাকিম খান, অ্যড. কেএ বারী, অ্যড. আব্দুস সাত্তার, অ্যড, আব্দুল মাজেদ প্রমুখ।