October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > রাজবাড়ী জেলা > ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার

ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার

 রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বাজারের দ্রব্যমূল্য নিয়ে খুব অস্বস্তিতে আছি। যারা বাজারকে অস্থির করে তুলছে তাদেরকে সতর্ক করে তিনি বলেন, সামাজিক মূল্যবোধের জায়গা থেকে বিষয়গুলো বিবেচনা করবেন। সকলকে নৈতিক হতে হবে। সবার প্রচেষ্টায় এসব সমস্যার সমাধান হতে পারে।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমীন ফাতেমার সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ^াস, জেলা মৎস্য কর্মকর্তা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, ব্যবসায়ী নেতা ছমির উদ্দিন, জাকির হোসেন, রাস এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, নাসির উদ্দিন, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *