October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > সর্বশেষ সংবাদ > মধুখালী প্রেসক্লাবের পরিচিতি সভা

মধুখালী প্রেসক্লাবের পরিচিতি সভা

 

 ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সন্ধায় উপজেলা আধুনিক মিলনায়তনে মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও  ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

 বিশেষ অতিথি হিসাবে ব্কতব্য রাখেন  সরকারী আইনউদ্দিন কলেজের অধ্যাক্ষ মো: নাজমুল হক, ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুলসহ প্রমুখ।

এ সময়  উপস্থিত ছিলেন  জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা,উপজেলা বিএনপির সি: যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ফকির, ইয়াসিন বিশ্বাস, মোঃ মিজানুর রহমান, মেহেদী হাসান মুন্নু, এস এম মুক্তার হোসেন, তারিকুল ইসলাম এনামুল, ছাত্রদলের  কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান, জহুরুল ইসলাম লিটন, আরেফিন সাদ্দাম, প্রমুখ।

এ সময় অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন প্রেসক্লাবের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুর ১ আসনের সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম প্রেসক্লাবের সকল সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিক সমাজের দর্পন সাংবাদিকের লেখনীর মাধ্যমে যে কোনো সমস্যা তুলে ধরা, বস্তুনিষ্ঠ তথ্য প্রধান করে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। যেকোনো সমস্যা কিংবা যেকোনো অপরাধ আপনারা তুলে ধরবেন লেখনীর মাধ্যমে। সংবাদিকদের সকল ভেদাভেদ ভুলে একত্রিত ভাবে একটি কমিটি গঠন করে থাকতে হবে। সেটা হবে শুধুমাত্র সাংবাদিকদের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *