October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > পাংশা উপজেলা > পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামে শনিবার যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি ও ককটেলসহ মো. মকলেছুর রহমান অরফে মকলেছ মন্ডল (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মকলেছুর রহমান সুবর্ণখোলা গ্রামের মৃত ছবেদ আলী মন্ডলের পুত্র। সে দুবাই প্রবাসী। মাস চারেক হলো বাড়িতে ফিরে কৃষি কাজে সম্পৃক্ত ছিল। তার বিাংদ্ধে পাংশা মডেল থানায় পৃথক ৪টি মামলা রয়েছে।

 জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা ডাক বাংলোয় স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোস্তারী ফারুক ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আলমগীর হোসেনসহ সঙ্গীয় সেনা সদস্য এবং পাংশা মডেল থানার এসআই মো. কামাল হোসেনসহ সঙ্গীয় পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী সকাল ৬টার দিকে অভিযান চালিয়ে সুবর্ণখোলা গ্রামের রতন খার বসত বাড়ির টিনের একচালা বিশিষ্ট রান্না ঘরের পাশে পাটকাঠির পালার ভিতর থেকে দেশীয় তৈরী ১টি একনলা বন্দুক, ২টি কার্তুজ ও ৩টি ককটেল উদ্ধার এবং মকলেছ মন্ডলকে আটক করে। সেখানে সন্ত্রাসীরা এলাকায় সন্ত্রাসী মূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছিল বলে যৌথ বাহিনী গোপনে তথ্য পায়। এবং সে আলোকে অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় শনিবার পাংশা মডেল থানায় এসআই মো. কামাল হোসেন বাদী হয়ে মকলেছ মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে চালান করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *