October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > বালিয়াকান্দি উপজেলা > বালিয়াকান্দিতে স্বর্ণালংকার উদ্ধার

বালিয়াকান্দিতে স্বর্ণালংকার উদ্ধার

 রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে চুরি যাওয়া নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসময় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো গোপালগঞ্জ সদর থানার তেতুলিয়া নিচুপাড়া গ্রামের অসীম নন্দীর ছেলে অমিত নন্দী (২২), গোপালগঞ্জের হরিদাসপুর আড়পাড়া গ্রামের মৃত শফিক মৃধার ছেলে মো. মেহেদী মৃধা (২৩), গোপালগঞ্জ সদর থানার মানিকহার পূর্বপাড়া (সুলতানপুর) নিরঞ্জন সরকারের ছেলে স্বর্ণ ব্যবসায়ী পলাশ সরকার সঞ্জিত (৪৩) ও বরিশাল জেলার বানারীপাড়া থানার শিপন সংকর মিস্ত্রীর ছেলে স্বর্ণ ব্যবসায়ী রিপন কুমার মিস্ত্রী (৪২)।

 জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বালিয়াকান্দি থানার ভর রামদিয়া গ্রামের শিপ্রা রানী বিশ্বাস তার বাবার বাড়িতে বেড়াতে এলে তার ঘর থেকে গত ১৩ অক্টোবর তার ৭ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং একটি কালো রংয়ের বাটন মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পরবর্তীতে বালিয়াকান্দি থানার একটি চৌকস পুলিশ দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ২০ অক্টোবর দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ সদর থেকে আসামি অমিত নন্দী ও মো. মেহেদী মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের হেফাজত থেকে শিপ্রা রানী বিশ্বাস এর চুরি যাওয়া স্বর্ণ বিক্রির নগদ ২০ হাজার টাকা, একটি স্মার্ট ফোন ও একটি বাটনযুক্ত মোবাইল ফোন উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামি অমিত নন্দী ও মো. মেহেদী মৃধার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন গোপালগঞ্জ সদর থানার কাটিবাজার থেকে স্বর্ণ ব্যবসায়ী আসামি পলাশ সরকার সঞ্জিতকে গ্রেপ্তার করা হয় এবং একই দিন দুপুর আড়াইটার দিকে সঞ্জিতের স্বর্ণ জুয়েলার্সের দোকানের থেকে শিপ্রা রানী বিশ্বাসের চুরি যাওয়া ১ আনা ওজনের একটি স্বর্ণের আংটি এবং ২ রতি স্বর্ণের নাকফুল উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদেরকে নিয়ে তাদের দেওয়া তথ্যমতে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে বরিশাল জেলার বানারীপাড়া থানার বৈঠাকাটা বাজারের স্বর্ণ ভবন জুয়েলার্সের থেকে আসামি রিপন কুমার মিস্তরীকে গ্রেপ্তার করে। এ সময় তার জুয়েলার্সের দোকান থেকে শিপ্রা রানী বিশ্বাসের চুরি যাওয়া ১ ভরি ১ আনা ওজনের গলিত স্বর্ণ উদ্ধার করে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব জানান, এ ঘটনায় বালিয়াকান্দি থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতে পাঠানো হলে ৪ জনই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *