October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > বালিয়াকান্দি উপজেলা > বালিয়াকান্দিতে মাইক ব্যবহার নিয়ে সংঘর্ষে আহত ৪

বালিয়াকান্দিতে মাইক ব্যবহার নিয়ে সংঘর্ষে আহত ৪

 রাজবাড়ীর বালিয়াকান্দিতে মসজিদে মাইক ব্যবহার করা নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের চারজন আহত হয়েছেন। শুক্রবার ফজর নামাজ শেষে ঘটনাটি ঘটে নবাবপুর ইউনিয়নের ত্রিলোচনপুর (রসুলপুর) কাজীবাড়ী জামে মসজিদে। এ ঘটনায় সাবেক ইমামসহ ১২ জনের নামে থানায় মামলা করেছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম মন্ডল। আহতরা হলেন– ত্রিলোচনপুর গ্রামের আব্দুল করিম, আব্দুল আখের, ইমন শেখ ও ইমরান মন্ডল।

মামলা সূত্রে জানা যায়, ৩০ বছর ধরে মসজিদে ইমামতি করে আসছেন ত্রিলোচনপুর গ্রামের চরকুলটিয়া মাদদ্রার উপাধ্যক্ষ কাজী নুরুল কাইয়ুম খোকন। তিনি বিভিন্ন সময়ে ফতোয়া দেন, মাইকে আজান দেওয়া জায়েজ না। মাইকে আজান দিলে কাফের হয়ে যাবে। ৬ অক্টোবর গ্রামবাসী ও মসজিদের উদ্যোগে আজান দেওয়ার জন্যে নতুন মাইক লাগানো হয়। এর পর থেকেই তিনি স্বেচ্ছায় মসজিদে আসেন না। হঠাৎ শুক্রবার ভোরে ফজরের নামাজের পরপরই তিনি ১৫ থেকে ২০ জনকে নিয়ে মসজিদে প্রবেশ করেন। সবার হাতেই লাঠি ছিল। এরপর মাইকে কেন আজান দেওয়া হচ্ছে জানতে চেয়ে মুসল্লিদের ওপর হামলা চালান। এ সময় তাঁর অনুসারীরা মাইকের বিভিন্ন অংশ ভেঙে ও খুলে নিয়ে যান। মসজিদের লাইটগুলোও ভেঙে ফেলেন তারা।

সাবেক ইমাম কাজী নুরুল কাইয়ুম খোকনের দাবি, মসজিদটির বয়স প্রায় ৮০ বছর। মুসল্লিদের সঙ্গে আলোচনা করেই এখানে কোনোদিনও মাইক ব্যবহার হয়নি। এলাকায় বিশৃঙ্খলা বাধানোর জন্য বহিরাগত কিছু লোক জোর করে মসজিদে মাইক লাগায়। এরপর থেকে অনুসারীদের নিয়ে অন্য মসজিদে নামাজ আদায় করে আসছিলেন। পরে তারা নিজেদের মসজিদেই নামাজ আদায়ের সিদ্ধান্ত নেন। শুক্রবার ফজরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করলে তাদের ওপর কমিটির কয়েকজন অতর্কিত হামলা চালায়। তারা ইমরান মন্ডল নামে এক মুসল্লিকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসান জানান, এ ঘটনায় তিনজন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

বালিয়াকান্দি  থানার উপপরিদর্শক আল-আমীন জানান, মসজিদে মাইক ব্যবহার করাকে কেন্দ্র করে সংঘর্ষ বেধেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *