October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > বালিয়াকান্দি উপজেলা > ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মিজান ফকির (৩৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার বহরপুর গোশাইপাড়া এলাকার মোঃ আব্দুল হাকিম ফকিরের ছেলে। গত শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে আরকান্দি ও বহরপুর স্টেশনের মাঝামাঝি স্থানে ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ী গামী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

জানা যায়, নিহত মো: মিজান ফকির ট্রেন লাইনের উপর দিয়ে হেঁটে বহরপুর বাজারে যাচ্ছিল। এসময় ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *