October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > রাজবাড়ী জেলা > হত্যাচেষ্টার অভিযোগে সেনাসদস্যদের হাতে দুইজন গ্রেপ্তার

হত্যাচেষ্টার অভিযোগে সেনাসদস্যদের হাতে দুইজন গ্রেপ্তার

হত্যাচেষ্টার অভিযোগে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ থেকে রোববার রাতে দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাসদস্যরা। তারা হলো একই গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে আমজাদ খান ও নওশের খানের ছেলে হাফিজ খান। রাতেই তাদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।

জানা গেছে, মুচিদহ গ্রামের বাসিন্দা সাগর আলী খান রাজবাড়ীর অস্থায়ী সেনা ক্যাম্পে গিয়ে অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধের জের  ধরে গত ১৭ সেপ্টেম্বর তারিখে তার বাবা হান্নান খানকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। এ ঘটনায় তিনি রাজবাড়ী সদর থানায় মামলা করলেও কেউ গ্রেপ্তার হয়নি। যেকারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সেনাসদস্যরা অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। রাত ১০টার দিকে তাদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, আসামিদের আদালতে চালান করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *