October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > বালিয়াকান্দি উপজেলা > সোনাপুর বাজারে রাতের আঁধারে ডাস্টবিন উধাও, পাকাঘর নির্মাণ

সোনাপুর বাজারে রাতের আঁধারে ডাস্টবিন উধাও, পাকাঘর নির্মাণ

 রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারের ময়লা আবর্জনা ফেলার ডাষ্টবিনটি রাতের আঁধারে ভেঙ্গে ফেলে সেখানে পাকা ঘর নির্মাণ করেছে একটি কুচক্রীমহল।

সরেজমিন গিয়ে দেখা যায়, কাঁচা বাজারের পাকা ডাষ্টবিনটির স্থলে একটি পাকা ঘর নির্মাণ হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান,  রাতের আঁধারে  ময়লা আবর্জনা ফেলার একমাত্র ডাষ্টবিনটি ভেঙ্গে ফেলে কে বা কারা সেখানে পাকা ঘর নির্মাণ করেছে। বাজারের সাধারণ ব্যবসায়ীগণ অভিযোগ করে বলেন, বাজারে  ময়লা ফেলার জায়গা ছিল এই ডাষ্টবিনটি। বাঁধা দিতে গেলেও প্রভাবশালীদের কাছে পাত্তা পায়নি।

নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা আলমগীর বলেন, আমি জানতে পেরেছি ডাষ্টবিনের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করা হয়েছে। যত্রতত্র ময়লা ফেললে বাজারের পরিবেশ দূষিত হবে। আমি এর নিন্দা জানাচ্ছি।

ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা শ্রী সুকুমার কুমার দত্ত বলেন, আমি বিষটি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *