October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > বালিয়াকান্দি উপজেলা > বালিয়াকান্দীতে চায়না জাল আটক

বালিয়াকান্দীতে চায়না জাল আটক

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার জামালপুর বাজারে জাল বিক্রির দোকান, জামালপুরের ডাঙা হাতিমোহন, নলিয়া গ্রামের গোডাউন থেকে বিপুল পরিমান কারেন্ট জাল,  চায়না দুয়াড়ী  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা হয়।

রোববার বিকালে নলিয়া জামালপুর অঞ্চলে  উপজেলা সহকারি কমিশনার(ভূমি) হাসিবুল হাসান ও উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার এর যৌথ অভিযানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নলিয়া বাজারের ব্যবসায়ী শ্যামা প্রসাদ বিশ্বাসের দোকান থেকে অবৈধ ও  নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়াড়ি সহ প্রায় ৫ লক্ষ টাকার জাল জব্দ সহ তাকে আটক করা হয়। পরবর্তীতে সন্ধা ৭ টায় বালিয়াকান্দি স্টেডিয়াম মাঠে জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং অপরাধী শ্যামা প্রসাদকে আর কখনো অবৈধ জাল বিক্রি না করার শর্তে লিখিত  মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা আইনে রয়েছে কোনো ব্যাক্তি কখনো অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি ও তা ব্যবহার করতে পারবে না। আর যদিও ব্যবহার করে তাহলে তাকে জরিমানাসহ অনাদায়ে জেলও হতে পারে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাসিবুল হাসান বলেন, কারেন্ট ও চায়না দুয়াড়ী জাল ব্যবহার, পরিবহন, বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। মৎস আইনে এটা শাস্তিযোগ্য অপরাধ। শ্যামা প্রসাদ তার দোকানে নিষিদ্ধ জাল বিক্রি করে অপরাধ করেছেন। এজন্য তার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে এবং পরবর্তীতে তিনি যেনো এ ধরনের অপরাধ আর না করে সে ব্যাপারে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *