October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > পাংশা উপজেলা > পাট্টার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

পাট্টার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

পাট্টা ইউপি চেয়ারম্যান আব্দুর রব বিশ্বাস (মুনা)র বিরুদ্ধে ইউনিয়নের সকল সদস্যগন ইউএনও বরাবর অনাস্থা প্রস্তাব দিয়েছেন।

গত বৃহস্পতিবার দুপুরে পাংশা উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে ৯ জন মেম্বর ও ৩ জন সংরক্ষিত আসনের মহিলা মেম্বর নিজেদের স্বাক্ষরিত লিখিত অনাস্থা প্রস্তাবপত্র উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ  জাফর সাদিক চৌধুরীর হাতে তুলে দেন।

এসময় উপস্থিত মেম্বরদের মধ্যে অতুল, জাকির, আকিদুল ও হাসিনা বলেন, চেয়ারম্যান মুনা বিশ্বাস’ বিগত দিনে এমন কোন কুকর্ম নাই যে সে করে নাই। সে সাংবাদিকদের লাঞ্ছিত করেছে এবং হত্যার হুমকিও দিয়েছে। এই সব  নানা অনিয়ম কুকীর্তি  তুলে ধরেন মেম্বাররা  ও মেম্বরদের উপর চালানো নির্যাতনের বিষয় ইউএনওকে অবহিত করেন ও আকিদুল মেম্বার কে সর্বসম্মতিকরমে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *