October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > বালিয়াকান্দি উপজেলা > সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

ছাত্রদল নেতাকে হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলায় সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমসহ  অন্য আসামীদের গ্রেপ্তার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে এ বিক্ষোভ সমাবেশ করে বিএনপি ও ছাত্রদল। মিছিলটি নারুয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিপন সরদার, রাজবাড়ী জেলা জিয়া স্মৃতি পাঠাগারের প্রচার সম্পাদক বিল্লাল মন্ডল, নারুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, হাফিজ, নিয়ামত, রয়েলসহ বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুহিনুর রহমানকে অপহরণ, নির্যাতন, চাঁদাবাজি মামলার গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *