October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > বালিয়াকান্দি উপজেলা > সাংবাদিক ফারুকের স্মরণসভা ও মিলাদ মাহফিল

সাংবাদিক ফারুকের স্মরণসভা ও মিলাদ মাহফিল

 

 রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ-সভাপতি এসএম রাহাত হোসেন ফারুকের অকাল মৃত্যুতে স্মরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটরিয়ামে সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাসের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ার সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এটিএন নিউজ, এটিএনবাংলা ও ভোরের কাগজের রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তী, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সমকালের সৌমিত্র শীল চন্দন, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময়, দি বিজনেস পোস্ট রাজবাড়ী প্রতিনিধি সোহেল রানা, চ্যানেল টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার সুমন বিশ^াস, যমুনা টিভির রাজবাড়ী প্রতিনিধি রুবেলুর রহমান, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ^াস, বালিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি আতিয়ার রহমান, পাংশার সাংবাদিক মাসুদ রেজা শিশির, সৈয়দ মেহেদী হাসান, কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মকলেছুর রহমান, গোলাম মোর্তবা রিজু প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক রাহাত হোসেন ফারুক তার কর্মের মধ্যে দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন। তাকে স্মরণীয় করে রাখতে সকল সাংবাদিকদের কাজ করার আহবান জানান। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *