October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > বালিয়াকান্দি উপজেলা > সাংবাদিক রাহাত হোসেন ফারুক আর নেই

সাংবাদিক রাহাত হোসেন ফারুক আর নেই

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাংবাদিক এসএম রাহাত হোসেন ফারুক আর নেই (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন)। মাত্র ৪৫ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তিনি। শুক্রবার রাত ১০টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে তিনি মারা যান। তার এই অকাল মৃত্যুতে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রাহাত হোসেন ফারুক বিবিসি ক্রাইমের জেলা প্রতিনিধি এবং দৈনিক জনতার আদালতের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজবাড়ী জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রাজবাড়ীর বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ছিলেন।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে মোটরসাইকেল থেকে মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার সকাল ১০ টায় ইন্দুরদী গ্রামের বাড়ীতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী ও ১ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন।

তার জানাজার পূর্বে বক্তব্যে রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ খোন্দকার মশিউল আযম চুন্নু, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন বিশ্বাস, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সভাপতি আতাউর রহমান প্রমুখ।  তার নামাজে জানজায় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাজবাড়ী জেলা প্রেসক্লাব, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাব, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *