October 15, 2025 ঢাকা, বাংলাদেশ

Blog Post

সংবাদ বার্তা > বালিয়াকান্দি উপজেলা > বালিয়াকান্দিতে পিকআপ-অটোভ্যান সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু

বালিয়াকান্দিতে পিকআপ-অটোভ্যান সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাইপ ভর্তি পিকআপ ও ব্যাটারী চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের চরভিটি গ্রামের জলিল মন্ডলের ছেলে অটোভ্যান চালক হাসেম মন্ডল (৫০), যাত্রী হাসেম মন্ডলের মেয়ে হালিমা বেগম (২৭)।

(২৮ জুলাই)রবিবার দুপুর ২টার দিকে বালিয়াকান্দি-পাংশা সড়কের নারুয়া ইউনিয়নের বড় ঘিকমলা বাজার মোড়ে এ দুঘর্টনা ঘটে।

সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন, রমজান আলী বলেন, মৃগী দিক হতে নারুয়া যাচ্ছিল ব্যাটারী চালিত অটোভ্যান। এসময় মৃগীগামী আরএফএল কোম্পানীর পাইপ বোঝাই পিকআপটি মোড় ঘুরতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ভ্যান চালক হাসেম মন্ডল ও যাত্রী তার মেয়ে হালিমা বেগম ঘটনাস্থলেই মৃত্যু হয়। যাত্রী হাসেমের স্ত্রী মারাত্বক আহত হয়েছে। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ এসেছি।  পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *